ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১
প্রশাসন পুলিশ বিজিবি ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুর ♦ সিলেটে সিলমারা ব্যালট পেপারসহ আটক দুই রিটার্নিং কর্মকর্তা

ভোটে খুনোখুনি গেল ১১ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ০৩:৩০:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

 

ইউনিয়ন পরিষদের পঞ্চম ধাপের ভোটে সংঘাত-গোলাগুলিতে ১১ জন নিহত হয়েছেন। বর্জন, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও খুনোখুনির মধ্য দিয়ে গতকাল এ ধাপে ৭০৭ ইউপিতে ভোট শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ফলাফল ঘোষণার পরও বিভিন্ন জেলায় সহিংসতা ঘটেছে। ভোটের দিন সংঘাত-গোলাগুলিতে বগুড়ায় পাঁচজন, গাইবান্ধায় একজন, মানিকগঞ্জে একজন, চট্টগ্রামে একজন, চাঁদপুরে একজন ও নওগাঁয় একজন নিহত হয়েছেন। এ ছাড়া ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত একজনও গতকাল মারা গেছেন। সব মিলিয়ে চলমান ইউপি নির্বাচনের সংঘাতে এ পর্যন্ত ১০৭ জনের প্রাণহানি ঘটল।

 

এ ছাড়া রাজশাহী, লালমনিরহাট, চট্টগ্রাম, ভোলা, ফেনী, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী অনিয়ম, ককটেল বিস্ফোরণ, গোলাগুলি, সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। বগুড়ায় ইউএনও, পুলিশ ও বিজিবির মোট চারটি গাড়ি ভাঙচুর করেন নৌকার কর্মীরা। চট্টগ্রামে গণমাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে। সিলেটের জকিগঞ্জ উপজেলায় দুই রিটার্নিং কর্মকর্তাকে সিল মারা ব্যালট পেপারসহ আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। নোয়াখালীর সোনাইমুড়ীতে সিল মারার অভিযোগে এক প্রিসাইডিং অফিসারকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পঞ্চম ধাপে দেশের ৭০৭ ইউপির ভোট খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ৭০ শতাংশের ওপর ভোট পড়ার আশাবাদ ব্যক্ত করে সচিব বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরও ভালো ভোট হবে। তিনি জানান, অনিয়মের কারণে নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। ভোট দিতে গিয়ে মৃত্যু, এ দায় কার- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবেন। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান সচিব। সচিব জানান, ৩ হাজার ৭৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন এ পর্যন্ত শেষ হয়েছে। তফসিল ঘোষণা করা হয়েছে ৪ হাজার ১৩৮টির। মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউনিয়নে সীমানা নির্ধারণ ও মামলা থাকায় নির্বাচন করা যাচ্ছে না। সচিব আরও জানান, সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে (রিটার্নিং কর্মকর্তা) আইনবহির্ভূত কাজের জন্য জেলা প্রশাসক ও পুলিশের এসপি গ্রেফতার করেছেন। তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ওই ইউনিয়নটির নির্বাচন বন্ধ করা হয়েছে।

 

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়ার গাবতলী উপজেলায় ইউপি নির্বাচনের সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এবং অন্যজন প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে। গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের ভোট গণনা চলাকালে হামলার ঘটনায় বিজিবির গুলিতে চারজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের কালাইহাটা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন কালাইহাটার মো. খোকনের স্ত্রী উম্মে কুলসুম আক্তার (৩৫), খোরশেদ আলী (৭০), আবদুর রশিদ (৪৮) ও আলমগীর (৪০)। এর মধ্যে কুলসুম আক্তার একজন প্রার্থীর এজেন্ট ছিলেন। গাবতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা বিজিবির গুলিতে মারা গেছেন। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান জানান, কালাইহাটা উচ্চবিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও নৌকার প্রার্থীর সমর্থকরা ভোট গণনায় বাধা দেন। অন্য কেন্দ্রের ভোট গণনা শেষে তারা ভোটের ফলাফল ঘোষণা করতে বলেন। এতে আপত্তি জানালে নৌকার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকরা কেন্দ্রে হামলা চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নৌকার কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে। নৌকার কর্মী-সমর্থকরা ইউএনওর গাড়ি ছাড়াও পুলিশ ও বিজিবির মোট চারটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা শাজাহানপুরের ইউএনও আসিফ আহমেদ ছাড়াও বিজিবি-পুলিশের চার সদস্য আহত হন। এর আগে দুপুরে গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ধারালো অস্ত্র দিয়ে জাকির হোসেন (২৭) নামে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে ভোট গ্রহণ চলাকালে দুই মেম্বার প্রার্থীর মধ্যে বিরোধের জেরে পেশায় রংমিস্ত্রি জাকির খুন হন বলে জানা গেছে। তিনি মেম্বার প্রার্থী সাইদুল ইসলামের (টিউবওয়েল প্রতীক) সমর্থক হিসেবে কাজ করছিলেন। এ ছাড়া আদমদীঘিতে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে আনছার আলী প্রামাণিক (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শিবগঞ্জের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। গণেশপুর কেন্দ্রে নৌকা মার্কার কর্মী চাঁদনিয়া শিবগঞ্জের বাসিন্দা আহসান হাবিব দোয়েলকে ছুরিকাহত করেছেন হোন্ডা মার্কার সমর্থকরা। চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহেরচরে গতকাল বিকালে নৌকা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের সংঘর্ষে একজন মারা যান। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এদিকে কচুয়ার সাচার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এক মেম্বার প্রার্থীর কর্মীর ছুরিকাঘাতে শরীফুল ইসলাম (৩৫) নামে একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। মানিকগঞ্জের দৌলতপুরে কেন্দ্রের পাশে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে সমেলা খাতুন (৫০) নামে এক নারী মারা গেছেন। গতকাল দুপুরে উপজেলার বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। তবে কেউ কেউ বলছেন নির্বাচনী সংঘর্ষ দেখে সমেলা খাতুন স্ট্রোক করেন। বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া ঘন কুয়াশার কারণে বাঁচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের ছয়টি কেন্দ্রে ব্যালট পেপার দেরিতে পৌঁছেছে। হরিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে সাত দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ দন্ড দেন। চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় ওমকার দত্ত (৩৮) নামে একজন নিহত হয়েছেন। চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উপজেলার পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন। সকাল ১০টায় উপজেলা চত্বরে এসে তিনি এ ঘোষণা দেন। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফের বিরুদ্ধে কেন্দ্র দখল, হামলা ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন। উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তিনটি ছোরা, শতাধিক লাঠি, রামদা ও ১৪টি  হেলমেট উদ্ধার করে র‌্যাব। একই দিন চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালান। দুটি মুড়িসহ ব্যালট পেপার ছিনিয়ে নেন তারা। পুলিশ ধাওয়া দিলে ইটপাটকেলের আঘাতে কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। বোয়ালখালীতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় আহলা করলডেঙ্গা ইউনিয়নের তিনটি কেন্দ্র। নৌকা প্রতীকের প্রার্থী আবুল মনসুরের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের আবদুল মান্নানের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গণমাধ্যমের ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে বিজিবি সদস্যরা দুজনকে আটক করেন। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলার খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া বোয়ালখালীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি। গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি কেন্দ্রে এক মেম্বার প্রার্থীর সমর্থককে ধারালো হাঁসুয়া দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বেলা পৌনে ৩টার দিকে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুমারবাড়ী আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশ ও প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। নওগাঁর পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়ন পরিষদে সহিংসতায় আহত অখিল সরকার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় তিনজনের মৃত্যু হলো। সিলেটের জকিগঞ্জ উপজেলায় দুই রিটার্নিং কর্মকর্তা সালমান সাকিব ও আরিফুল হককে সিল মারা ব্যালট পেপারসহ আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। গতকাল বেলা সোয়া ৩টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ইউনিয়নটির নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ছাড়া উপজেলার আরও একটি ইউপির এক কেন্দ্রের ব্যালট ছিনতাই হওয়ায় ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

 

জানা গেছে, উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরি ইউনিয়ন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক কাজলসার ও বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। নির্বাচন শুরু হওয়ার পর থেকেই তাদের আচরণ সন্দেহজনক ছিল বলে গোয়েন্দা তথ্যে পুলিশ ও জেলা প্রশাসন নিশ্চিত হয়।

 

বেলা সোয়া ৩টার দিকে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের উপস্থিতিতে সালমান সাকিব ও আরিফুল হককে আটক করা হয়। এ সময় ওই দুই রিটার্নিং কর্মকর্তার গাড়ি তল্লাশি করে সিল মারা ১ হাজার ২০০ ব্যালট পেপার এবং সিলবিহীন ৪৫৬ ব্যালট পেপার উদ্ধার করা হয়। বিভিন্ন চেয়ারম্যান প্রার্থী, ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যের প্রতীকে ৪০০ করে মোট ১ হাজার ২০০ ব্যালটে সিল মারা ছিল। এ ঘটনায় কাজলসার ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সিল মারা ব্যালট ও সিলবিহীন ব্যালটসহ দুই রিটার্নিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানিয়েছেন, কাজলসার ইউপিতে নির্বাচন স্থগিত করার পাশাপাশি উপজেলার সুলতানপুর ইউপির এক কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। সুলতানপুর ইউপিতে একটি কেন্দ্রে বেলা সোয়া ৩টার দিকে ব্যালট বাক্স ছিনতাই করে পুকুরে ফেলে দিয়েছিল কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি।

 

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে ৮ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোট কেন্দ্রে নগদ টাকা, নির্বাচনী কাগজপত্র ও অননুমোদিত প্রাইভেট কারসহ প্রবেশ করায় আওয়ামী লীগের এক নেতাকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লার ভুলুইন দক্ষিণ ইউপির গোলাচোঁ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদন্ড ও প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাল ভোট দেওয়ার অভিযোগে লালমনিরহাটের শ্রীরামপুর ইউনিয়নে কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চবিদ্যালয়ে তিনজনসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জাল ভোট দিতে সহায়তা করায় দুই পুলিশ কর্মকর্তা ও এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহারের ঘটনা ঘটেছে। নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে দহগ্রাম, বুড়িমারী ও কুচলিবাড়ী ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। দহগ্রাম ইউনিয়নে জাল ভোটে সহায়তা করায় বঙ্গেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজানুল ইসলামকে প্রত্যাহার করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে কেন্দ্র দখল করা হয়। এ সময় সাংবাদিকদের অবরুদ্ধ করে গুলি ও বোমা হামলা করা হয়। যমুনা টেলিভিশনের প্রতিবেদক কাজী মনিরুজ্জামান, কালের কণ্ঠের প্রতিনিধি শরীফুল ইসলাম ইমন ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জাকারিয়া মাসুদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠেছে। ইমামপুর ইউনিয়নের কালিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে সিল না মেরে প্রকাশ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে হোসেনদি ইউনিয়ন থেকে ছয়টি শটগান উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরেছে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা। গতকাল বেলা সাড়ে ৩টায় টেংগারচর ইউনিয়নের ভাটেরচর দে. এ. মান্নান পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌমুহনী মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউপি নির্বাচনে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে এইচ এম কামরুজ্জামান নামে এক প্রিসাইডিং অফিসারকে নাটেশ্বর ইউনিয়ন থেকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চাষিরহাট ইউনিয়নের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে বহিরাগত এক মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করে পুলিশ। আমিশাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাচারগাঁ ভোট কেন্দ্রের পশ্চিম পাশে শহিদুল ইসলামের বাড়ির পাশের ঝোপের ভিতর দেশীয় এলজি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। গতকাল আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিকে একই অভিযোগে সাভারের আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আল কামরান। দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে হতাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

 

এ ছাড়া বিরুলিয়া ইউনিয়নের কাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে জোরপূর্বক  ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। বিরুলিয়ার সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের ক্ষোভের মুখে অবরুদ্ধ চেয়ারম্যান নৌকা প্রতীকের সাইদুর রহমান সুজন জানালা ভেঙে পালিয়ে যান।

 

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে সিল মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত হন। একই সময়ে বাঘাব ইউনিয়নে বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে ৪টি বাস।

 

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ছালাকান্দা মাদরাসা কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা দিলে এক আনসার সদস্য আহত হন। এ ছাড়া মদন উপজেলায় নির্বাচনে জাল ভোট দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পৃথক স্থানে অন্তত ১৫ জন আহত হয়েছেন। নেত্রকোনার দুর্গাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর মেয়র এবং কুল্লাগড়া ইউপি চেয়ারম্যানের গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিরলী ইসলামিয়া মাদরাসা ভোট কেন্দ্র দখলের চেষ্টাকালে ফেনী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিমকে এলোপাতাড়ি পিটিয়েছেন স্থানীয় ভোটাররা। জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফেনী সদর উপজেলার লেমুয়া, ছনুয়া ও ফরহাদনগর ইউপির তিন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

 

যশোরের কেশবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নতুন মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে জোর করে ১ হাজার ব্যালটে সিল মারা হয় বলে ভোটারদের অভিযোগ। পরে ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

 

জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত হয়েছে ১০ পুলিশ সদস্যসহ ৩০ জন। এ ছাড়া জামালপুরের সীমান্তবর্তী চরগিরিশ ইউনিয়নে ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা এবং লুটপাট করেছেন বিজয়ী প্রার্থী আবদুল আজিজ সওদাগরের সমর্থকরা। গতকাল সন্ধ্যায় কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের গুজাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

 

ফলাফল : সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ২টিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্রের ব্যানারে ৩টিতে জামায়াত, ২টিতে বিএনপি এবং একটিতে জাতীয় পার্টির এক নেতা বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টির ওই নেতা দলীয় প্রতীক ছাড়াই স্বতন্ত্রের ব্যানারে নির্বাচনে অংশ নেন।

 

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। চুনারুঘাটের ১০টি ইউনিয়নের মাত্র ৪টিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন ৩টিতে। বিএনপি ২টি ও জামায়াত ১টিতে জয়ী হয়। মাধবপুর উপজেলার ৪টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা জয়ী হন। ২টিতে নৌকা, ১টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং ১২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।