ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুর প্রতিনিধি।। | প্রকাশের সময় : রবিবার ১৪ মে ২০২৩ ০৬:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
জামালপুরের বকশীগঞ্জে চলন্ত গাড়ির চাকায় ওড়না পেচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এ ঘটনা ঘটে।  হুনুফা বেগম বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী ।
জানা যায়, জামালপু জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় পলাশতলা থেকে কর্ণজোড়া যাওয়ার পথে বাট্টাজোড় সকাল বাজার পৌছলে ভ্যান গাড়ির চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে  হুনুফা বেগম (৬০) মারাত্মক আহত হয়। আহত হুনুফা বেগমকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় । 
 
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান,বিষয়টি পুলিশ অবগত আছে। মৃত ব্যাক্তির পরিবারের চাহিদানুযায়ি প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে।