মলম বানানোর সরঞ্জাম সহ মলম পার্টির ৫ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) বিকালে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে ১০ পোটলা হালুয়া ও মলম বানানোর বিভিন্ন সরঞ্জামাদি এবং ক্যানভাসিং করার জন্য ০২টি বই সহ মলম পার্টির ৫ সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলো ১। মোঃ আব্দুর রাজ্জাক (৪২), ২। মাসুম @ ফারুক চৌধুরী (৪৪), ৩। মোঃ কাউছার মিয়া (৩৫), ৪। দেলোয়ার হোসেন (৪০) এবং ৫। মোঃ শাহাদাত (৪৯)।
ডিবি পুলিশ জানায়, উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১ নং আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৪২) এর নেতৃত্বে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করাইয়া ও চোখে বাম লাগাইয়া যাত্রীদেরকে অজ্ঞান করে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল, স্বর্নালঙ্কার নিয়া যাওয়ার মতো অপরাধ করিয়া আসিতেছে। উক্ত আসামীদের সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত ও অভিযান অব্যাহত আছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বায়ান্ন/এসএ