ঝিনাইদহের মহেশপুর উপজেলা মদনপুর গ্রামের ধান ক্ষেত থেকে সামাদ আলী(৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃদ্ধ মদনপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র সামাদ আলী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন জানান সোমবার (০২ অক্টোবর) দুপুরে মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের ধানের ক্ষেতে এক বৃদ্ধ ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সামাদ আলীর লাশ উদ্ধার করে। তিনি জানান নিহত ব্যাক্তি মদনপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র সামাদ আলী মানসিক প্রতিবদ্ধি ছিল। তিনি আরো জানান সামাদ আলীর পরিবার তাকে জানিয়েছে সে গত ১০ দিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিল। সেই অবস্থায় গত তিনদিন আগে সে নিখোঁজ হয়। এই অবস্থায় সামাদ এর মৃতদেহ উদ্ধার হয়। তারপরও কি কারনে সামাদ আলী মৃত্যুবরন করেছে তার সঠিক কারন জানতে লাশ ময়না তদন্ত করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সামাদ আলীর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।