![](https://dainikbayanno.com/storage/madaripur-pic-11-12-2022-1.jpg)
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্থরা ন্যায্য ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় ক্ষতিগ্রস্থরা এই বিক্ষোভ মিছিল করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য দুই বছর আগে ভুমি অধিগ্রহণ করে সরকার। একই প্রকল্পের ফরিদপুর ও শরীয়তপুর অংশের বিল প্রদান করা হলেও মাদারীপুরের শিবচর উপজেলার ১৭টি মৌজায় অধিগ্রহনকৃত জমি ও অবকাঠমোর বিল প্রদান করা হয়নি।এতে করে ক্ষতিগ্রস্থরা মানতের জীবন যাপন করছে। তাই ক্ষতিপূরনের বিল দ্রুত প্রদানের দাবী ক্ষতিগ্রস্থরা বিক্ষোভ মিছিল করেছে। ক্ষতিগ্রস্থ বাবু মোল্লা বলেন, আমাদের জমি অধিগ্রহণ করা হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারনে বিল প্রদান করা হচ্ছে না। একই প্রকল্পের শরীয়তপুর ও ফুরিদপুরের বিল প্রদান করা হয়েছে কিন্তু দুঃখজন আমাদের অনেকেই জমি হারিয়ে মানবেতর জীবন যাপন করলেও দীর্ঘদিনে ক্ষতিপূরণ পাইনি। আমরা ক্ষতিগ্রস্থরা দ্রুত ক্ষতিপূরনের দাবী জানাই।