ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

মাধবপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ি আটক

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৩ মার্চ ২০২২ ১১:৫২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের মাধবপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার ভোররাতে মাধবপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হল- উপজেলার খাটুরা গ্রামের ইউনুস মিয়া (৫০), মাফুজ মিয়া (৪৫), জব্বার মিয়া (৩৫), বিমল পাল (৩৫), আলমগীর মিয়া (৪৫), সোহেল মিয়া (৩০) ও বানেশ্বর গ্রামের ইউনুছ আলী (৫৫)।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, আটকৃকতরা এলাকার চিহ্নিত জুয়াড়ি। তাদেরকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, মাধবপুর থানা পুলিশের নিয়মিত এ অভিযান চলমান থাকবে।