পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ আবু তাহের (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০ টায় মির্জাগঞ্জ ইউনিয়নের পায়রাকুঞ্জ ফেরীঘাট আঃ লতিফ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক দেউলী সুবিদখালী ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের (পাষান হাওলাদার বাড়ির) খবির মাস্টার এর ছেলে।
পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ওই যুবকের দেহ তল্লাশি করা হলে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবু তাহের এর বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতের পাঠানো হয়েছে।