ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর বার্ষিক সম্মেলন ২০২৪

অনিক কর্মকার | প্রকাশের সময় : সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৫:০০ অপরাহ্ন | জাতীয়

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রকৌশলী এবং সরকারি সংস্থা।

এমইএস এর বার্ষিক সম্মেলন উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ও এসপি, জিইউপি, এনএসডবিউসি, পিএসসি সোমবার ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে অনুষ্ঠিত তিনদিনব্যাপী 'এমইএস বার্ষিক সম্মেলন ২০২৪'এর দ্বিতীয় দিনে উপস্থিত থেকে তাঁর দিক-নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি এমইএস এর কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানেন ও আলোচনা করেন। 

WhatsApp Image 2024-12-09 at 18.54.54_c0613004

উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডবিউসি, পিএসসি, এমফিল এর সভাপতিত্বে ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে তিনদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং এমইএস এর বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।