ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

মৌলভীবাজারে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে তবে খুবই কম উষ্ণতা

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২২ জানুয়ারী ২০২৪ ০৭:১১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কমতে শুরু করে। তবে হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দুপুরে উত্তাপহীন সূর্যের দেখা মিললেও বিকেলের আগেই তা আবার ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে। সঙ্গে হিমেল হাওয়া। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার বিরূপ আবহাওয়ায় নাকাল জনজীবন।

সোমবার ২২ জানুয়ারি ২০২৪ইং, সকাল ৯টার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ অফিস এ তথ্য জানিয়েছে। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েকদিন যাবৎ তাপমাত্রা ওঠানামা করছে। উপজেলায় দিনরাত বইছে হিমেল হাওয়া। জেঁকে বসেছে ঘন কুয়াশা।

জানা যায়, নিম্নবিত্ত, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা পড়েছেন বিপাকে। হাড় কাঁপানো তীব্র শীতে কাঁপছেন তারা। শীতের কারণে সময়মতো কাজে যোগ দিতে পারছেন না শ্রমজীবী মানুষজন। সীমাহীন দুর্ভোগে পড়েছেন বোরো চাষি, ছিন্নমূল ও দিনমজুররা।

এদিকে রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকার সৈয়দ জুয়েল আলী বলেন, হাড়কাঁপানো শীতে ক্ষেতে কাজ করতে বড় কষ্ট হচ্ছে। তবে যত কষ্টই হোক ক্ষেতে তো যেতে হবে, না গেলে খাব কি।

অন্যদিকে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু বলেন, ইতোমধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের গরিব অসহায় মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, আজ সোমবার ২২ জানুয়ারি ২০২৪ইং, সকাল ৯টার সময় তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গতকাল রবিবার ২১ জানুয়ারি ২০২৪ইং, তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। তবে রোদে উষ্ণতা খুবই কম।

এমন আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিসের কর্মকর্তা।