ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

মৎস্য সপ্তাহে জোরালো হচ্ছে রাক্ষুসে মাছ নিষিদ্ধ এবং কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান

মোঃওয়াহিদুুর রহমান মুরাদ, করেসপন্ডেন্ট : | প্রকাশের সময় : সোমবার ২৫ জুলাই ২০২২ ১২:৫১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ এর শুভ উদ্ভোধন করা হয়। ২৪ জুলাই রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা ছেড়ে এর শুভ উদ্ভোধন করা হয়। এরপর র‍্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, প্রফেসর নুরনবী, ৫ নং চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ, পুলিশের উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস প্রমূখ। এছাড়াও সাংবাদিক, শিক্ষক, ছাত্র, সুশীল সমাজের লোকজন ও মৎস চাষীরা উউপস্থিত ছিলেন।