১৮ বছর পূর্তি রক্তদান
কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক এর নতুন সদস্য রাতুল হাসান জন্ম ১৪ মে ২০০৫ ইং আজ তার ১৮ তম জন্মদিন উপলক্ষে জীবনের প্রথম রক্তদান সে নিজের থেকে রক্তদিয়ে ১৮ তম জন্মদিন পালন করার কথা জানায় এবং রোগী খোজা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে একজন রক্তশূন্য রোগীর জন্য আজ আনুমানিক বেলা ১০.৩০ মিনিটে রক্তদান সম্পূর্ন করে তার ইচ্ছা রক্তদান করা তাই ১৮ বছর পূর্তি রক্তদান করলো, তিনি জানান যতদিন বাঁচবে কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের সাথে থাকে এবং ৫০ বছর পর্যন্ত সে নিয়মিত রক্তদান করবে। হাসবে রোগী বাঁচবে প্রাণ সেচ্ছায় করবো রক্তদান এই শ্লোগান সামনে রেখে কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক পরিবার কাজ করে যাচ্ছে, কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক মোঃ পলাশ হোসাইন জানাই প্রতিটা ছেলে এবং মেয়ে যদি নিজের ইচ্ছা এমন মানবিক কাজের মধ্যে দিয়ে জন্মদিন পালণ করে তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে, বেহায়াপনা দূর হবে বর্তমান ছেলে মেয়েদের জন্মদিনে ডিজে পাটি দিয়ে নাচ, গান, মদপান করে জন্মদিন পালন করে আসুন আমরা নিজেকে মানবিক করে গড়ে তুলি আধুনিক হয় কিন্তু অশ্লিল আধুনিক কে না বলি সুন্দর সৃঙ্খল সমাজ গড়ি, আমরা কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের প্রতি সদস্য এবং প্রতিটি সেচ্ছাসেবী চেষ্টা করছি এবং করবো উঠতি বয়সি যুবক যুবতী রক্তদানের মধ্যে দিয়ে / মানবিক কাজের মধ্যে দিয়ে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে সে প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
জয় হোক মানবতার জয় হোক রক্তদাতার।