ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

রমজানে পবিত্রতা রক্ষার দাবিতে নড়াইলে শোভাযাত্রা অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ ১০:৫৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

নড়াইলে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বন্ধের আহবান জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে বুধবার (৩০ মার্চ) বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের রূপগঞ্জসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি ক্বারি আইয়ুব হোসেন মিনার সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন-সংগঠনের সাধারণ সম্পাদক নাছিরুদ্দীন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্বাস আলী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি জহির উদ্দীনসহ অনেকে।  
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে হোটেল রেঁস্তোরা, সিনেমা হল বন্ধ, প্রকাশ্যে ধূমপান ও পানাহার বন্ধসহ অশ্লীল কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ করতে হবে। #