ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

রাজগঞ্জে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টে রাজগঞ্জ একতা ক্লাব চ্যাম্পিয়ন

হেলাল উদ্দিন, মনিরামপুর : | প্রকাশের সময় : শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ ০৭:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে শেখ রাসেল ফুটবল একাডেমির আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ অক্টোবর) দিনব্যাপী রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলার ফাইনাল ম্যাচে কেশবপুরের বন্ধু মহাল ফুটবল একাদশ বনাম রাজগঞ্জ একতা ক্লাব ফুটবল একাদশ প্রতিযোগিতা করেন। এতে রাজগঞ্জ একতা ক্লাব ফুটবল একাদশের খেলোয়ার তাজামুল ও হৃদয়ের ২-০ গোলে কেশবপুরের বন্ধু মহাল ফুটবল একাদশ পরাজিত হয় এবং চ্যাম্পিয়ন হয় রাজগঞ্জ একতা ক্লাব ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, স্থানীয় তরুন আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম চাকলাদার, হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল রানা অপু, রাজগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী প্রমুখ।