ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

রাজনৈতিক ও আমলাতান্ত্রিক পরিবর্তন না হলে দুদক কাজে আসবে না: টিআইবি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৫:১৩:০০ অপরাহ্ন | জাতীয়

দেশে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন না হলে দুদক বা অন্য দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানের কার্যক্রম কাজে আসবে না বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তাই বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম উদ্দেশ্য দুর্নীতি বিরোধী চেতনাকে ধারণ করতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমলাতন্ত্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

দলীয়করণ, আমলাতন্ত্র, অভ্যন্তরীণ দুর্নীতি, অনিয়ম, অনাচারারের কারণে দুদক দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অভিযোগ তুলে তিনি বলেন সাড়াশি বা শুদ্ধি অভিযানের মাধ্যমে দুদককে ঢেলে সাজাতে হবে।

বর্তমান সরকারের রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই জানিয়ে তিনি বলেন, দুদকের পাশাপাশি রাষ্ট্র কাঠামো এমনভাবে সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে; তাদের কাছে যেনো একটা অবকাঠামো তৈরি হয়, দুর্নীতি বিরোধী অবস্থান অব্যাহত রাখার জন্য।

এসময় দুর্নীতি প্রতিরোধে ১৪ দফা দাবি জানায় টিআইবি। এ সব দাবির মধ্যে রয়েছে- বিচার বিভাগের নিয়োগ, পদায়ন, বদলিসহ বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে অবিলম্বে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন করা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের পাশাপাশি একটি জনবান্ধব পুলিশ বাহিনী তৈরিতে এর ব্যবস্থাপনা কর্মকাঠামো পুরোপুরি ঢেলে সাজানোর ব্যবস্থা করা, দুর্নীতির বিরুদ্ধে শুন্য সহনশীলতার ফাঁকাবুলির সংস্কৃতি পরিহার করে সব ধরনের- বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিচারহীনতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ ইত্যাদি।

বায়ান্ন/এমএমএল/একে