ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

রাজশাহীতে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

আবু সালে ফাত্তাহ, রাজশাহী | প্রকাশের সময় : শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ ১১:২১:০০ পূর্বাহ্ন | দেশের খবর

রাজশাহীর মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ  চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ সকলের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, বুধবার রাতে দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর পুত্র মমতাজের বাড়িতে কয়েকজন যুবক বিষাক্ত মদ পান করে। এতে  ৭ জন যুবক  গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে টুটুল, জুয়েল ও মনতাজের মৃত্যু হয়। বর্তমানে গুরুতর অবস্থায় মনা পিন্টু আকবর ফিরোজ চিকিৎসাধীন রয়েছেন।

তবে সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

বায়ান্ন/এসএ