রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে বেসরকারি সংস্থা (এনজিও) আশা। বুধবার সকাল ১১ টায় মহানগরীর এক মিলনায়তনে এ মতবিনিময় সভা করে।
এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা অফিসার (এসডিপিইও) মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি শ. ম সাজু। আশা ঢাকা অফিসের জুনিয়র এসিসট্যান্ট ডিরেক্টর মীর আনিসুর রহমান, মীর আশরাফ আলম। সভাপতিত্ব করেন আশার ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম।
সভায় আশার প্রতিষ্ঠালগ্ন ইতিহাস ও পরিচিতি তুলে ধরা হয়।
মতবিনিমেষ সভায়, সাংবাদিকদের জানানো হয়, রাজশাহী বিভাগে ২২৬টি ব্রাঞ্চের মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৫৩,৯৪৬০ জনকে ৩,১৯৯ কোটি টাকা ঋণবিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ৩,৪৮১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। আশা-রাজশাহী বিভাগে ১০৬৯টি কেন্দ্রে ৩৫,৪৩৪জন শিক্ষার্থী নিয়ে আশা-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
২০২৩-২৪ অর্থ বছরে স্যানিটেশন ঋণ বিতরণ ১৪৬৮জন ২.৪৬ কোটি টাকা, ০৫টি স্বাস্থ্য কেন্দ্রে ৪৯৩৫৬জন রোগী সেবা গ্রহণ করেন। ০২টি ফিজিওথেরাপী সেন্টারের মাধ্যমে ৮-৩৪৫জন অপারেশন বিহীন হাঁটু-কোমর-ঘাড়-হাতে ব্যাথা, প্যারালাইসিস, আথ্রাইটিস্, ডিস্ক প্রলেপসহ সকল প্রকার জয়েন্টের সমস্যার চিকিৎসা গ্রহণ করেন। সদস্যর বীমাদাবি পরিশোধ করা হয়েছে ৩৮৩৪জন ১২.৩৮ কোটি টাকা, সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে ১৯৬৮জন ৪৯.৮৯লক্ষ টাকা। সদস্যর মৃত্যুজনিত দাফন-কাফনে ৫০০০ টাকা করে ৯৩২জনকে ৪৬ লক্ষ টাকা সহায়তা প্রদান, ৫৫ জনকে ৮.২৫ লক্ষ টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ১৬০০টি।
রাজশাহী জেলায় (রাজশাহী ও পুঠিয়া) ৭৫টি ব্রাঞ্চের মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থ বছরে ১.৭৬ লক্ষ জনকে ১০১০.৬০ কোটি টাকা ঋণবিতরণ করা হয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরে ১১৬৮ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। আশা-রাজশাহী জেলায় ৩৪৫টি কেন্দ্রে ১০,৮০১জন শিক্ষার্থী নিয়ে আশা-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে, ২০২৩-২৪ অর্থ বছরে স্যানিটেশন ঋণ বিতরণ ২৬৬জন ৪১.৬৪ লক্ষ টাকা, ০১টি স্বাস্থ্য কেন্দ্রে ১৫৫৯১জন রোগী সেবা গ্রহণ করেন। ০১টি ফিজিওথেরাপী সেন্টারের মাধ্যমে ৪৩০০জন অপারেশন বিহীন হাঁটু-কোমর-ঘাড়-হাতে ব্যাথা, প্যারালাইসিস, আথ্রাইটিস, ডিস্ক প্রলেপসহ সকল প্রকার জয়েন্টের সমস্যার চিকিৎসা গ্রহণ করেন। সদস্যর বীমাদাবি পরিশোধ করা হয়েছে ১৩০০জন ৪.১৬ কোটি টাকা, সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে ৯০৯জন ১৩.৫৪ লক্ষ টাকা। সদস্যর মৃত্যুজনিত দাফন-কাফনে ৫০০০ টাকা করে ৩২১জনকে ১৬.০৫ লক্ষ টাকা সহায়তা প্রদান, ১৪ জনকে ২.১০ লক্ষ টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ৪০০টি। এছাড়াও সরকারী সকল দিবসে আশা'র প্রতিনিধিগণ অংশগ্রহণ করে থাকেন।
বায়ান্ন/এসএ