লক্ষ্মীপুরের রামগতি থেকে ভোলা নৌ-রুট দীর্ঘদিন বন্ধ থাকার পর যাত্রী দুর্ভোগ লাঘবে অবশেষে চালু হচ্ছে সি-ট্রাক সার্ভিস। গত ২০ মে থেকে এ রুটে চলাচল শুরু করেছে সরকারি বিশাল বিলাসবহুল এই সি-ট্রাক সার্ভিস।
জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির প্রমত্তা মেঘনায় ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অস্বাভাবিক জোয়ার থাকায় প্রতি বছরই বন্ধ থাকে যাত্রীবাহী লঞ্চ সার্ভিস। তখন যাত্রী সাধারণকে বিপাকে পড়ে পোহতে হয় মারাত্মক দুর্ভোগ। এ সময় এই নৌ-পথ পেরুতে যাত্রীরা লক্ষ্মীপুরের সদর উপজেলার মজু চৌধুরীর হাট থেকে ফেরি সার্ভিসে নদীপথ পাড়ি দেন।
অন্যথায় তারা স্থানীয় মাছ ধরার নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পাড়ি জমান। অবশেষে বিআইডব্লিউটিসি’র তত্ত্বাবাধানে প্রায় শত বছরের পুরোনো এ নৌ-রুটটিতে চালু করেছে সরকারি সি-ট্রাক সার্ভিস।
এ বিষয়ে এমভি রুহা রাদিদ শিপিং লাইন্সের স্বত্ত্বাধিকারী শাহ্ মো. রাকিব জানান, এ রুটে দীর্ঘদিন যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে বিআইডব্লিউটিসি’র তত্ত্বাবাধানে ২০ মে থেকে চালু হচ্ছে বিলাসবহুল সি-ট্রাক সার্ভিস। এবারে যাত্রীরা কোনো ধরনের হয়রানি ছাড়া এ সেবা উপভোগ করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, রামগতি ভোলা নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র তত্ত্বাবাধানে যাত্রী দূর্ভোগ লাঘব করতে চালু হয়েছে সি-ট্রাক সার্ভিস। যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে আমাদের নজরদারী থাকবে।