লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ চারজন শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকালে রায়পুর কামিল মাদ্রাসার হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিতরা হলেন, লক্ষ্মীপুর জেলার নির্বাচিত শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নিজাম উদ্দিন, দুবাইতে অনুষ্ঠিত ডিপ্লোম্যাটিক লিডারশিপ স্কিল অংশগ্রহণ করে বেষ্ট ডিপ্লোম্যাস এওয়ার্ড প্রাপ্ত প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নরুল আমিন, রায়পুর উপজেলায় নির্বাচিত শ্রেষ্ঠ কলেজ প্রধান হায়দরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড.এ.কে.এম.ফজলুল হক, জেলার নির্বাচিত শ্রেষ্ঠ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশ'র লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মনির আহম্মদ এর সভাপতিত্বে ও রায়পুর কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ নোমান হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন, চট্রগ্রাম আন্দর কিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের আল জাবেরী আল-মাদানী। প্রধান আলোচক ছিলেন, রায়পুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুনছুর আহম্মেদ। বিশেষ আলোচক ছিলেন, হায়দরগঞ্জ তাহেরীয়া আর এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল আজিজ মজুমদার, লক্ষ্মীপুর যাদৈয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আহমদ উল্লাহ নাছিম।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন সেক্রেটারী অ্যা.কামাল উদ্দীন প্রমূখ।