ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ: নেতৃত্বে পরিবর্তনের হাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : সোমবার ২১ অক্টোবর ২০২৪ ০৬:০৪:০০ অপরাহ্ন | জাতীয়

সোনালী, জনতাসহ ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. শওকত আলী খান। জনতা ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। অগ্রণী ব্যাংকে এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির সাবেক ডিএমডি মো. আনোয়ারুল ইসলাম। রূপালী ব্যাংকের নতুন এমডি হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. জসীম উদ্দিন। বেসিক ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. কামরুজ্জামান।

এছাড়া, সোনালী ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেনকে আনসারি-ভিডিপি ব্যাংকের এমডি, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি, সোনালী ব্যাংকের ডিএমডি সঞ্চিতা বিনতে আলীকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি, এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এসেছে, যা এই খাতে নেতৃত্বের নতুন দিক নির্দেশনা তৈরি করবে। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সরকারের নির্দেশে এসব ব্যাংকের আগের এমডিদের চুক্তির মেয়াদ বাতিল করা হয়েছিল।

 

বায়ান্ন/এএস