রাজধানীর সড়কে কোনো ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ না করতে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি জানান, রাজধানীতে সভাসমাবেশের নির্দিষ্ট স্থান নির্ধারণের কাজ করছে ডিএমপি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই অনুরোধ করেন তিনি।
একেবারে বন্ধ করে নয়, শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার মতামত দেন তিনি।
বলেছেন, পুলিশের হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ছাড়া সত্যিকারের টেকসই নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। ডিএমপির প্রতিটি থানা এলাকায় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে যোগ করেন তিনি।
চাঁদাবাজদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেখানে সর্বাত্মক সহযোগিতা করবে পুলিশ।
বায়ান্ন/এসএ