ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রায়পুরে শোক দিবসে মেয়রের নাম নেই দলীয় ব্যানারে! উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন

মোঃওয়াহিদুর রহমান মুরাদ, করেসপন্ডেন্ট : | প্রকাশের সময় : সোমবার ১৫ অগাস্ট ২০২২ ০৯:১১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।  

 

আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।

 

এসময় উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন এর নেতা - কর্মীরা একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হন।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় ফাতেমা খাতুন এর উপস্থাপনায় ও সভাপতি অনজন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর-উদ্দিন চৌধুরী নয়ন,এসেনসিয়াল ড্রাগস এমডি ডাঃএহসানুল কবির জগলুল,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, এসিল্যান্ড রাসেল ইকবাল, ওসি শিপন বড়ুয়া ,পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, সাধারণ সম্পাদক আবু সাইয়েদ জুটন সহ নেতৃবৃন্দ সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

এদিকে প্রথম শ্রেনীর পৌরসভার মেয়র, ১ম যুগ্ম সম্পাদক এবং  কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য জনপ্রিয় কর্মী বান্ধব নেতা গিয়াসউদ্দীন রুবেল ভাটের নাম দলীয় ব্যানারে না থাকায় তৃনমূলে ক্ষোভের সঞ্চার হয়েছে। 

 

দিবসটি উপলক্ষে রায়পুর উপজেলা আওয়ামীলীগ রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শোকসভা ও কাঙালীভোজ এর আয়োজন করে। এছাড়াও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী বায়েজীদ ভূইয়ার উদ্যোগে 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের  চেয়ারম্যান, মানবিক যুবলীগের প্রবক্তা ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অংকন , তাঁর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ,  দোয়া মাহফিল, সমাজের পিছিয়ে পরা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও বৃক্ষরোপ সহ নানা কর্মসূচী পালন করা হয়।এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, আলোচনাসভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন। এছাড়া উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজ, রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি, লুধুয়া এম এম  উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে যুব উন্নয়ন বেকারদের কর্মসংস্থান এর লক্ষ্যে চেক ও গাছ বিতরন করেন।