ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

রায়পুর পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এম আর সুমন, রায়পুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫ ০১:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরের রায়পুর পৌর বিএনপির উদ্যোগে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ৬ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে পৌর ১, ২, ৫ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর আলম আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল জাহের মিয়াজির নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণের সময় তারা বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।”

এ সময় বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের জন্য বিএনপিকে ধন্যবাদ জানান।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ