ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

রূপগঞ্জে এসটিআই-৫ শীর্ষক গবেষণাধর্মী আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি সভা

সাইদুর রহমান, রূপগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০২:৪১:০০ অপরাহ্ন | জাতীয়

জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বিশ্বের ২৩টি দেশের সমন্বয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হতে যাচ্ছে ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি বা এসটিআই-৫’ শীর্ষক গবেষণাধর্মী আন্তর্জাতিক সম্মেলন। 

বিশ্বের ২৩টি দেশের কয়েক'শ গবেষক, শিক্ষক ও প্রকৌশলীদের সমন্বয়ে আয়োজিত এ সম্মেলন আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর উপজেলার কাঞ্চন-চরপাড়া এলাকার গ্রীণ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কালাদিতে গ্রীন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত এক সভায় এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। 

এসময় আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদসহ আরও অনেকে। 

এসময় বক্তারা জানান, আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ বিশের ২৩টি দেশ থেকে ৩৫২টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে। তার মধ্যে ১০২টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে। যার মাঝে বাংলাদেশ নিয়ে ২৮টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে। সম্মেলনে এসবের মধ্য থেকে পৃথক চারটি ট্র্যাকে ৩টি প্রবন্ধ বেস্ট পেপার হিসেবে নির্বাচন করা হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে