ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় পুলিশের হাতের কব্জি কেটে নিল আসামী!

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১৫ মে ২০২২ ০২:৫৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় আসামী ধরতে গিয়ে হামালায় শিকার হয়ে মো. জনি (২৮) নামের এক পুলিশ কনস্টেবলের হাতের কব্জি কেটে নিয়েছে আসামী। এ ঘটনায় এএসআই মুজিবুর রহমান (৩৭), কনস্টেবল শাহাদত হোসেন (২৭)ও স্থানীয় আবুল কাশেম (৪০) গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে লোহাগাড়ার পদুয়া ৯নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে ঘটনারদিন সকালে লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্তেরর নেতৃত্বে পুলিশেরর একটি টিম তার বাড়ি ঘেরাও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদের বাহিনী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তাদের ধারালো দায়ের কোপে পুলিশ কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন হয়ে যায়। স্থানীয় আবুল কাশেম ও কনস্টেবল জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামী ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য ও স্থানীয় লোক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলমান। ঘটনার সাথে জড়িতদের আটকের প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঘটনার পরপরই পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়ন রয়েছে। এলাকায় থমথমে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে।