ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

শহীদ জিয়ার ৮৮তম জন্মবার্ষিকী-জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৭ জানুয়ারী ২০২৪ ০১:৫৪:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৮ তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা, উনার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-দোয়া মাহফিল ও শিরনি (তাবারুক) বিতরণ করা হয়। পরে সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ১০০ কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২৬ জানুয়ারি ২০২৪ইং, বিকাল সাড়ে ৫টার সময় মৌলভীবাজারের এম সাইফুর রহমান সড়ক আঁখি প্লাজা অনুষ্ঠিত হয়।

এ সময় মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আহমেদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ আইনজীবী বীর মুক্তিযুদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা করেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বকসি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মোঃ মাহবুব ইজদানী ইমরান, সহ-সভাপতি এডভোকেট রুনু কান্ত দত্ত।

আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নিয়ামুল হক, প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম অভি-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।