সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার অফিসার্স ক্লাবের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফী, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম খান, উপজেলা মুক্তিযোদ্ধের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার,উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা (পাওবো) উপ সহকারী প্রকৌশলী মাহাবুব আলম,জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সহ প্রমূখ।
সভায় ৩য় ধাপে গত ২৮ নভেম্বর ২০২১ ইং, ইউপি নির্বাচন- অবাধ, সুন্দর, সুষ্ঠ, নিরপেক্ষ ভাবে কোন প্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হওয়ায় বক্তারা, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দ জানিয়েছেন।