ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ২০ এপ্রিল ২০২২ ১২:৪৩:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১৭ ই রমজান বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ২টায় উপজেলার দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার আয়োজনে, মাদ্রাসার হল রুমে শাখা পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে, শাখা কেন্দ্রের প্রধান ক্বারী সোহান আহমদের পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উজানীগাঁও  জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশীদ আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্র শাখার নাজিম ( সেক্রেটারী) ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মোঃ জমিরুল ইসলাম মমতাজ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্র শাখার সহ সভাপতি মনির উদ্দীন, সদস্য মহি উদ্দিন, সহকারী ক্বারী আব্দুস শহীদ, ক্বারী সৈয়দুল ইসলাম, ক্বারী মোসাদ্দেক, ক্বারী কাওসার আহমদ, ক্বারী খাইরুল আমীন সহ প্রমূখ। আলোচনা সভা শেষে সকল মুরদেগানদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।