শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে এবং পরের দিন থেকে শুরু হবে ক্লাস কার্যক্রম।
বৃহস্পতিবার ( ১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং এ এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী জানিয়েছেন।
তিনি বলেন, 'রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘এ’ ইউনিট ও বেলা দুইটায় ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবং পরদিন ২১ মার্চ থেকে ক্লাস শুরু হবে'।
এদিকে, ওরিয়েন্টশন উপলক্ষে নবীন শিক্ষার্থীদের হয়রানি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল।