ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

শৈলকূপায় তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ অগাস্ট ২০২৩ ০৯:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া ও ভাটই বাজারের তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে ঐ উপজেলার শেখপাড়া বাজার ও ভাটই বাজারে স্যাকারিন ও নিষিদ্ধ ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রীম তৈরি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য বিভিন্ন অপরাধে ০৩ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
2-319
জরিমানা আদায় করেন ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। সেসময় বাজার তদারকিতে সহযোগিতায় ছিলেন শৈলকূপা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ওয়াহিদুজ্জামান মিঞা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের রকি হাসান এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলো জেলা পুলিশের একটি টিম । জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে বলে জানান ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।