ঢাকা, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

শ্যামনগরে এক বাড়ী থেকে ৫০টি পদ্মগোখরা সাপ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) : | প্রকাশের সময় : রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৫:০০ অপরাহ্ন | খুলনা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক বাড়ী থেকে ৫০টি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খ্যাগড়াঘাট গ্রামের মহিউদ্দীন সরদারের বাড়ী থেকে সাপ গুলি উদ্ধার করা হয়।

মহিউদ্দীন সরদারের ভাতিজা শরুব ইয়ুথ টিমের পরিচাল এস এম জান্নাতুল নাঈম জানান, বাড়ীতে সাপ রয়েছে ধারণা ছিল, কিন্ত এত গুলি সাপ রয়েছে ধারণা ছিলনা। সকালে বাড়ীর পুরানো প্রাচীর ভাঙতে যেয়ে প্রথমে একটি বাচ্চা সাপ দেখা যায়। প্রথমে সেটি মেরে ফেলে হয়। এর পর সাপের ডিম দেখা যায় অনেক গুলো। পরবর্তীতে সাপুড়েকে খবর দেওয়া হয়। 

তিনি বলেন সাপুড়ে এসে প্রাচীর ভেঙে দুটি বড় পদ্মগোখরা সাপ ও ৪২ টি সাপের বাচ্চা ও ৫টি সাপের ডিম পাওয়া যায়। এর মধ্যে একটি সাপ মেরে ফেলা হয়।

এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।




সবচেয়ে জনপ্রিয়