ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শ্রেষ্ঠতায় আনান্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ।

মোঃ বনি আহাম্মেদ হরিনাকুন্ডু ( ঝিনাইদহ) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ ০৯:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর শ্রেষ্ঠাতা অর্জন করে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ। হরিণাকুন্ডু সাহেলা বেগম মহিলা কলেজের সভাপতি রওশন আলীর সভাপত্তিতে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টবর মঙ্গলবার সকাল ১১ টায় সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ থেকে লালন শাহ সরকারি কলেজ পরিদক্ষন শেষে আবার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে এসে শেষ হয়।র্যলি শেষে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ হল রুমি আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।এ সময় কলেজের  সভাপতি রওশন আলী বলে শিক্ষার জন্য আমার কাছে যাহা চাবে তাই পাবে প্রতিবার আমাদের কলেজকে ঝিনাইদহের বুকে শ্রেষ্ঠতা দেখতে চাই। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহেলা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুক্তার আলী।