ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় দুই ড্রেজার মালিক কে মাটি ও বালু ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এ ১ ধারা মোতাবেক মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও অপর এক ড্রেজার মালিকের নামে থানায় সাধারন ডায়রী করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের শ্যামপুর টেক গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন । সদরপুর থানা পুলিশের সহযোগীতায় উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আকতার।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আকতার বলেন, ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসন থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলমান থাকবে।