আব্দুর রশিদ লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম বাঞ্চানগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেঁড়িবাঁধের পাশে বসবাস করছেন। তার জীবিকার বাহন বলতে একমাত্র মাচা দোকান। এতে দৈনিক ২০০-৩০০ টাকা বিক্রি হয়। এ দিয়েই চলে ৪ সদস্যের সংসার।
পৌরসভার বেঁড়িবাঁধে ঘুরতে গিয়ে পুঁজি শূন্য দোকানটি নজরে পড়ে দৈনিক কালের কন্ঠ'র লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের। রশিদের দুঃখময় জীবনের গল্প তুলে ধরে 'রশিদের দিনকাল' শিরোনামে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে।
পরদিন বুধবার (২০ জুলাই) দুপুরে জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন আরিফের উদ্যোগে কোমল পানীয়, চানাচুর, বিস্কুট, চিপসসহ প্রায় ২০ ধরণের খাবার পণ্য দিয়ে রশিদের মাচা দোকান সাজিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই সেখানে স্থানীয়দের জন্য একটি নলকূপ স্থাপনের আশ্বাস দিয়েছেন আরিফ।
এদিকে দোকানে বিক্রির জন্য ভরপুর খাবার পণ্য দেখে আকাশ ছোঁয়া হাসি ফোঁটা রশিদের পিছনের গল্পের নায়ক দৈনিক কালের কন্ঠ'র লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস বলেন,সামাজিক ও মানবিক দৃষ্টিতে রশিদ এর দৈনন্দিন জীবন তুলে ধরেছি মাত্র, সৎ পথে থেকেও মানুষ জীবন নির্বাহ করে রশিদ তার বাস্তব উদাহরণ। জনপ্রতিনিধি, বিত্তবানদের উচিৎ সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো।
লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন আরিফ বলেন, রশিদ এর দোকানের চিত্র তুলে ধরেন সাংবাদিক কাজল কায়েস। তার সেই ভিডিও দেখে চোখে পানি চলে আসে। তারপরে তার দোকান সাজিয়ে দেই।