সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর কারওয়ানবাজার আইসিটি ভবন থেকে বের হওয়ার সময় জনতা আটক করে পুলিশ দেয়। এরপর ডিবিতে নেওয়া হয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অপর সূত্রের খবর, রাজধানীর কারওয়ান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।
মৃুন্নী সাহা এক টাকার খবর নামক একটি অনলাইন পোর্টালের সম্পাদক।
বায়ান্ন/এসবি