ফরিদপুরের চরভদ্রাসনে সালিশ বৈঠকে চুল কাটায় আত্মহত্যার চেষ্টা করেন তপু খান (১৭) নামের এক কিশোর। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইউপি সদস্যের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সরোয়ার আজম মৃধা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাতে একটি সালিশ বৈঠকে ইউপি সদস্য সরোয়ার আজম মৃধার নেতৃত্বে শাস্তিস্বরূপ লোহারটেক গ্রামের আইয়ুব খানের ছেলে তপু খানের মাথার চুল কেটে দেন। পরের দিন দুপুরে ওই কিশোর সালিশ বৈঠককে দায়ী করে একটি চিঠি লিখে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় আহত যুবকের চাচা রাজু মিয়া চরভদ্রাসন থানায় একটি মামলা করেন। এতে ইউপি সদস্যসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গাফফার জানান, সালিশ বৈঠকে এক কিশোরের চুল কাটার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ আরও একজনকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে