ঢাকা, রবিবার ৮ ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

সিলেটের ৫টি আসনে জামায়াতের ৫ প্রার্থী চূড়ান্ত

এমএ রহিম, সিলেট : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ০৮:২৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

জাতীয় সংসদে সিলেট জেলার ৬টি আসন। এই ৬টি আসনের মধ্যে ৫টিতেই জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করে রেখেছে। এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রায় দেড় বছর হয়। সাংগঠনিকভাবে ওই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দলীয় ওই সিদ্ধান্তের কারণে মনোনীত প্রার্থীরা সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।

সূত্র জানায় সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে সিলেট-১ আসন গঠিত। এই আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের এসিসটেন্ট সেক্রেটারি জেনারেল। সাংগঠনিকভাবে আরো সিদ্ধান্ত রয়েছে মহানগর এলাকায় যারা সংসদ নির্বাচন করবেন তাঁরা সিটি করপোরেশনের মেয়র পদেও নির্বাচন করবেন। সাংগঠনিক ওই নিয়মের কারণে এডভোকেট জুবায়ের সিলেট সিটি করপোরেশনের মেয়র পদেও নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হবেন। দলীয় ওই সিদ্ধান্তের কারণে এডভোকেট জুবায়ের দলীয় ব্যানারের পাশপাশি ব্যক্তিগত উদ্যোগেও পুরো নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও।

সিলেট দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৩ আসন গঠিত। জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে মাওলানা লোকমান আহমদকে। তিনি দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনীত হওয়ার পর থেকে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৪ আসন গঠিত। জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জয়নাল আবেদীনকে। তিনি উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার শিক্ষাসহ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিলেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনীত হওয়ার আগে থেকেই তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অংশ গ্রহণ করেন সামাজিক নানান কর্মকান্ডে।

কানাইঘাট ও জকিগঞ্জ নিয়ে সিলেট-৫ আসন গঠিত। এই আসনটি জামায়াতে ইসলামীর বলে পরিচিত। এই আসনে জামায়াতে ইসলামী প্রার্থী চূড়ান্ত করেছে হাফেজ আনোয়ার হোসেন খানকে। তিনি উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির। এই আসনটি ধরে রাখার জন্যে হাফেজ আনোয়ার হোসেন খান ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সামাজি কর্মকান্ডেও অংশ নিচ্ছেন।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে সিলেট-৬ আসন গঠিত। এই আসনে জামায়াতে ইসলামী প্রার্থী চূড়ান্ত করেছে সেলিম উদ্দিনকে। তিনি ঢাকা দক্ষিণের আমির। সিলেটে ছাত্র শিবিরের রাজনীতি দিয়ে সেলিম উদ্দিন রাজনীতি শুরু করেছিলেন। অনেক আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন। এখন তিনি জামায়াতের রাজনীতিতে। সাংগঠনিকভাবে ও ব্যক্তিগতভাবে তিনি প্রায় সময় নিজ নির্বাচনী এলাকায় ছুটে আসেন। নানান সামাজিক কর্মকান্ডসহ গণসংযোগ চালিয়ে যান তিনি।

সিলেটের ৫টি আসনে প্রার্থী চূড়ান্ত বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলামের কাছে। তিনি জানান ওসমানীনগর ও বিশ^নাথ নিয়ে গঠিত সিলেট-২ আসন ব্যতিত অন্য ৫টি আসনে জামায়াতে ইসলামীর  প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এই ৫টি আসনে জামায়াতে ইসলামী গণসংযোগও চালিয়ে যাচ্ছে।