সিলেটের সারি-গোয়াইন সড়কে পূর্ণানগর এলাকার কালভার্টে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের কর্ণি গ্রামের ইসমাইলের ছেলে নজরুল ইসলাম (৫০) ও লেঙ্গুড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে জসিম উদ্দিন (৬৫)। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন- আলিম উদ্দিন (৪০), মারজাহান আহমদ (৩০), জসিম উদ্দিন (২৮), রহমত উল্লাহ (৩০) ও রায়হান (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট থেকে আসা বেপরোয়া গতির ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিকশার চালকসহ ৭ যাত্রী। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আশঙ্কাজনক হওয়ায় সাতজনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসমানী হাসপাতালে নেওয়ার কিছুসময় পর নজরুল ইসলাম ও জসিম উদ্দিন মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।