ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

সিলেটে নারকেল গাছ থেকে পড়ে শিশু নিহত

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১২:২৭:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানায় নারকেল গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মোগলাবাজারের উলালমহল গ্রামে এ দুর্ঘটনা ঘটে । নিহত নাজিম উদ্দিন (১২) ওই গ্রামের সমশের মিয়ার ছেলে।

 

 

স্থানীয় সূত্র জানায়, নাজিম তার গ্রামের একজনের বাড়ির নারকেল পাড়তে গাছে উঠে। তবে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর নাজিম মৃত্যুর কোলে ঢলে পড়ে।

 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন- লাশের ময়না তদন্ত করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে যদি লিখিত কোনো অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।