ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সুনামগঞ্জের স্বাক্ষরতার হার দুর্ভাগ্যজনক : বিভাগীয় কমিশনার

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ ০৬:৫০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার বলেন, সুনামগঞ্জের স্বাক্ষরতার হার দুর্ভাগ্যজনক। এটি পরিবর্তন করতে হবে। সরকার এখন শিক্ষাখাতে বিনোয়োগ করছে। এটিকে কাজে লাগাতে চাই। রাজনৈতিক ও প্রশাসনিক সকল পর্যায়ের লোকদের অংশগ্রহণে শিক্ষর হার বৃদ্ধি করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ইউনিসেফের সাথে কথা হচ্ছে। তাদেরকে নতুন নতুন ক্ষেত্র খুঁজে বিকল্প ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

 

ঝড়েপড়া হার শূন্যের কোটায় নিয়ে আসতে হবে। যেসব শিশু লেখাপড়া ছেড়ে দিয়েছে তাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। কেননা পড়াশোনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, জাতিসংঘ আমাদের উন্নয়নে স্বীকৃতি দিয়েছে। ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হবে দেশ। এদেশের মানুষের আর্থসামাজিকতার উন্নয়ন হয়েছে। এমনিতে এই পরিবর্তন হয়নি। দারিদ্র বিমোচন ও উন্নয়নের মধ্যদিয়ে এই অর্জন। দেশ এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

 

তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে বলেন, সিলেটের জনগন শান্তপ্রিয়, সহনশীল। রাজনৈতিক সহ অবস্থান বিদ্যমান, সকলের সহযোগিতা পরিবেশ অনুকুলে রয়েছে। সৌহার্দ্য পূর্ণ পরিবেশে নির্বাচন হোক, সকলের সহযোগিতার কামনা করেছেন তিনি।

 

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, অসীম চন্দ্র বনিক, জাকির হোসেন, বিজিবির সিও লেফট্যান্টে কর্নেল মাহবুব, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আবুল কাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহনূর আলম, পানি উন্নয় বোর্ডের নির্বাহী পরিচালক জহিরুল আলম, সামছুদ্দোহা, কৃষি সম্প্রশারন অধিদপ্তরের উপ পরিচালক ফরিদুল হাসান, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, জেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক নিরঞ্জন বন্ধু ধাম প্রমুখ।