ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

লিটারে সয়াবিন তেলের দাম বাড়ল ৮ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক: | প্রকাশের সময় : সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ০৪:৩০:০০ অপরাহ্ন | জাতীয়

দ্রব্যমূল্য উর্ধ্বগতির মধ্যে এবার প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে শেখ বশিরউদ্দিন বলেন, অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।

ব্যবসায়ীরা মজুতদারি করছে অভিযোগ তুলে তিনি বলেন, নতুন নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি এবং বাজারে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে।

বায়ান্ন/এমএমএল/একে