শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে (বুধবার) দুপুরে হরিনাকুণ্ডু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর অনুপস্থিতিতে সহকারী কমিশনার(ভূমি) তানভীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রহুল আমিন,ঝিনাইদহ জেলার ৬ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ২ নং জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বাবু মিয়া,কাপাশাটীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু,রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বসির উদ্দিন,দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সমবায় অফিসার ফাতেমা আক্তার জোহরা,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ
আনিচুর রহমান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা ওয়াশিকুর রহমান।এছাড়াও হরিনাকুণ্ডু প্রেস ক্লাবের সহ সভাপতি রাব্বুল হুসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মা'সহ অনেকে উপস্থিত ছিলেন।বক্তারা মাকে নিয়ে স্মৃতিচারন সহ মা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং জোড়াপুকুর বৃদ্ধাশ্রম গ্রাম থেকে আসা ৪ জন মায়েদের হাতে জায়নামাজ তুলে দেওয়া হয়।