ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ১ মে ২০২২ ০৪:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর
৮ ঘন্টা  শ্রমের দাবীতে ১৮৮৬ সালে ১ লা মে তারিখে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে চত্বরে শ্রমিক সমাবেশ সংগঠিত হতে থাকে। হে মার্কেট চত্বরে প্রায় পাঁচ লক্ষাধিক শ্রমিক প্রত্যক্ষ ভাবে সমবেত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালাতে থাকে। মালিক পক্ষ রীতিমতো ভয় পেয়ে যায়। একপর্যায়ে পুলিশ দিয়ে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন চালাতে থাকে। শ্রমিক আন্দোলনের গতিরোধ করতে পুলিশ শ্রমিকদের উপর গুলি চায়।১৮৮৬  সালের ৩রা মে ৬ জন নিরস্ত্র শ্রমিক নিহত।৷ ৩রা মে'র শ্রমিক হত্যার প্রতিবাদে শ্রমিক আন্দোলন আরো বেগবান হয়। শ্রমিকদের নানান মামলা দিয়ে বিচারে নামে হয়রানি করা হয়। প্রকৃত ঘটনা প্রকাশের পর ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের  প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ লা মে'- কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে বিভিন্ন দেশে দিনটি শ্রমিক দিবস হিসেবে  পালিত হয়ে আসছে। 
সেই ধারাবাহিকতা বাংলাদেশও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। 
হরিপুর উপজেলা শাখার শ্রমিক সংগঠনের সমন্বয়ে হরিপুর উপজেলা প্রশাসনের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, অফিসার ইনচার্জ(তদন্ত)মোঃ আমিরুল ইসলাম  , ট্রাক ও লরি, সভাপতি / সম্পাদক, নির্মাণ শ্রমিক ইউনিয়নের  সভাপতি / সম্পাদক, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি / সম্পাদক, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি/ সম্পাদক সহ সংগঠনের সকল শ্রমিকগণ।