ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

হাবিবুর রহমান মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

শওকত লিংকন, ডেমরা | প্রকাশের সময় : শুক্রবার ৬ মে ২০২২ ০৭:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর
প্রবীণ রাজনীতিবিদ ও ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা দ্বিতীয়  মৃত্যুবার্ষিকী আজ (৬ মে) শুক্রবার। 
 
৬ মে ২০২০ সালে সংসদ সদস্য থাকা অবস্থায় রাজধানীর স্কয়ার  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকা -৫ নির্বাচনী এলাকার প্রত্যেক মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তার বড় ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল। একইসাথে এতিম শিশু কিশোরদের জন্য বিভিন্ন এতিমখানায় খাবার বিতরন করা হবে বলে জানিয়েছেন সজল। ৬ মে হাবিবুর রহমান মোল্লা দ্বিতীয় মৃত্যু বার্ষিক উপলক্ষে পরিবারের পাশাপাশি ডেমরা-যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে।
 
প্রসঙ্গত, হাবিবুর রহমান মোল্লা ২৭ জানুয়ারি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নিরহংকারী, সাদামাটা ও অত্যন্ত আল্লাহ ভীরু একজন মানুষ। হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য। আওয়ামী লীগের এই প্রবীণ নেতা রাজনীতির সুদীর্ঘ পথ পরিক্রমায় ছিলেন অকুতোভয় মুজিব সৈনিক। হাবিবুর রহমান মোল্লা মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এক সময়ে বিএনপি জামায়াতে ঘাটি হিসেবে পরিচিত ঢাকা -৫ নির্বাচনী এলাকায় দিন রাত নিরলসভাবে কাজ করে প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী তৈরি করেছেন এবং  এই আসনটিকে আওয়ামী লীগের দুর্গ বানিয়েছেন তিনি।