ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে মাদক বিরোধী অভিযানকালে মাদক কারবারী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (০৫ জুলাই) সন্ধ্যায় আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী কল্যাণপুর দক্ষিণ পাড়ার এই ঘটনায় আহতেরা হলেন র্যাব সদস্য এ.বি সুমন, তাদের সোর্স খোকন ও মাদক চোরাকারবারি নাসির উদ্দীন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪ ভৈরব ক্যাম্পের সিপিসি-৩ এর অধিনায়ক রাফিউদ্দিন মো. যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি আক্কাস আলীর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল কল্যাণপুর দক্ষিণ পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারী নাসির উদ্দীনসহ তার দলবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাব সদস্যদের উপর হামলা চালায়। তাদের হামলায় র্যাব সদস্য এ.বি সুমন ও সোর্স খোকন আহত হয়। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে মাদক চোরাকারবারি নাসির উদ্দীন আহত হয়।
আখাউড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'র্যাবের ওপর মাদক চোরাকারবারীদের হামলা, গুলিবিদ্ধসহ র্যাব সদস্য আহত হয়েছেন, এমন খবর পেয়েছি। ঘটনার খোঁজখবর নেয়া হচ্ছে।