ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

আজ কালিয়াকৈর মুক্ত দিবস

মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ১২:১৫:০০ অপরাহ্ন | জাতীয়

আজ ১৪ ডিসেম্বর। কালিয়াকৈর মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলা।  কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা যায়, ১৯৭১ সালের নভেম্বর মাসের রমজানের ঈদের রাতে কালিয়াকৈরের লতিফপুর সেতুর নিকট মুক্তিযোদ্ধাদের সাথে পাকাহিনীর সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে পাকবাহিনী উপজেলার শ্রীফলতলী গ্রামটি জ্বালিয়ে দেয়।

অপরদিকে উপজেলার সফিপুর বাজারের পুর্বপাশে একটি সশস্ত্র হানাদার বাহিনীর উপর বাধা প্রদান করলে তারা একটি জিপ গাড়ি রেখে পালিয়ে যায়। পরে রাতের বেলায় হানাদার বাহিনীরা সফিপুর বাজার আগুন দিয়ে পুড়িয়ে দেয়। 

১৪ ডিসেম্বর উপজেলার বংশী নদীর সেতুর উপর মুক্তিযোদ্ধাদের সাথে পাক-হানাদার বাহিনীর যুদ্ধ বাধে। এসময় মুক্তিযোদ্ধারা ৩ দিক থেকে আক্রমন করলে পাকহানাদার বাহিনী পালিয়ে যায়।

ওই যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় কালিয়াকৈর।

 

কালিয়াকৈর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. শাহাবুদ্দিন আহসান জানান, ডিসেম্বর মাসের ১৪ তারিখ কালিয়াকৈর উপজেলা পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল।