লালনের মাটির আরেক শ্রেষ্ঠ সন্তান, গীতিকবি সুরকার আবু জাফরের প্রস্থান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহানন্দিত গীতিকবি, আহ কি অসাধারণ লেখনী, কি চমৎকার উপমা, কি গভীর অন্যদৃষ্টি, সব অসাধারণ সৃষ্টি। আমরা হারালাম, , বাংলা গানের এক বটবৃক্ষকে, দুর্ভাগ্য আমরা ধারণ করতে পারিনি আপনাকে। চালাক এবং স্থুল বুদ্ধির মানুষের কাছেই বার বার হেরে যাচ্ছে সৃজনশীল সৃষ্টিশীল মানুষগুলো। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ এ আমার প্রেম, কতো আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
বাংলা গান যতোদিন বেঁচে থাকবে, ততোদিন বেঁচে থাকবেন আপনি, স্যালুট ইউ হে গুণী।
ফেসবুক থেকে