ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২২ এপ্রিল ২০২৩ ০৯:২৬:০০ পূর্বাহ্ন | রাজনীতি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (এপ্রিল ২২) বঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে প্রধানমন্ত্রী আলাদাভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

 
 
 

 

 

বঙ্গভবন প্রেস উইং জানায়, ঈদের দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্র প্রধান সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও বেসামরিক এবং সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি হিসেবে এটিই আবদুল হামিদের শেষ ঈদ উদযাপন। আগামী ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঈদুল ফিতর উপলক্ষে আলাদাভাবে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।