দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার পুরুষ্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ২টায় সুনামগিঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসার হল রুমে শাখা সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে, শাখার প্রধান ক্বারী সুহান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাখার নাজিম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মোঃ জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাখার সহকারী ক্বারী আব্দুশ শহীদ। এ সময় উপস্থিত ছিলেন উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার সহ সভাপতি মনির উদ্দীন, সদস্য মহি উদ্দীন, শফিকুল ইসলাম, মহাম্মদ আলী নিশা, শাখার সহকারী ক্বারী সৈয়দুল ইসলাম,ক্বারী কাউসার আহমদ, ক্বারী মোসাদ্দেক হোসাইন, ক্বারী খাইরুল আমীন, মুরুব্বী আব্দুল করীম সহ প্রমূখ। অনুষ্ঠান শেষে দেশবাসী সহ সকলের শান্তি কামনা করে মোনাজাত করেন ক্বারী সুহান আহমদ।