জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের মোট ৪৭৯ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ১ জন জিপিএ-৫সহ ২২৯ জন পরীক্ষার্থী পাশ করে। আর ২৫০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। শতকরা পাশের হার ৪৭.৮১। উল্লেখ্য, এ কলেজে কৃষি ডিপ্লোমার চলমান পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার প্রতিক্রিয়ায় জানান, করোনার কারণে শিক্ষার্থীরা লেখাপড়ায় অনেকটা পিছিয়ে পড়েছে। ভবিষ্যতে ফলাফল যাতে আরও ভালো হয়, তার জন্য সংশ্লিষ্ট সবাই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।