ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা, যিনি সম্প্রতি একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, এবার স্থান পেলেন বাংলাদেশের ধর্মীয় ওয়াজ মাহফিলে। বিশ্বজুড়ে তার সৌন্দর্য নিয়ে প্রশংসা চলতে থাকলেও, সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে তাকে "বিশ্বের অন্যতম সুন্দরী" বলে অভিহিত করেছেন বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা আমির হামজা।
একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘বিশ্বে যত সুন্দর মানুষ আছেন, তাদের মধ্যে চেহারার নিখুঁত গঠনে শীর্ষস্থানীয় হিসেবে ধরা হয় রাশমিকা মান্দানাকে। ইন্টারনেট ঘাঁটলে এ বিষয়ে প্রমাণ মিলবে। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বোঝাতে গেলে, এই মহিলার দিকে তাকিয়ে দেখুন, কী নিখুঁতভাবে সৃষ্টিকর্তা তাকে বানিয়েছেন। তবে তার থেকেও শতগুণ সুন্দর ছিলেন আমাদের আদি মাতা হাওয়া (আঃ)।’
২০১৮ সালে তেলুগু সিনেমা ‘চালো’ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন রাশমিকা মান্দানা। এরপর ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যান। তবে ২০২1 সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ তাকে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠা দেয়। সিনেমার গান এবং তার অভিনয় দক্ষতা দর্শক ও সমালোচকদের মুগ্ধ করে।
তেলুগু ইন্ডাস্ট্রি জয় করার পর বলিউডেও তার পথচলা শুরু হয়। সম্প্রতি ‘মিশন মজনু’ এবং ‘গুডবাই’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। সৌন্দর্যের পাশাপাশি অভিনয়ের গুণে অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।
রাশমিকার সৌন্দর্য নিয়ে বিশ্বজুড়ে আলোচনার পাশাপাশি এখন ওয়াজ মাহফিলেও তিনি প্রসঙ্গ হয়ে উঠেছেন। যদিও ধর্মীয় আলোচনা বা বক্তৃতায় সিনেমা জগতের প্রসঙ্গ কমই আসে, তবে আমির হামজার এই ব্যাখ্যা মানুষকে নতুন করে ভাবতে উৎসাহিত করেছে।
রাশমিকা মান্দানা শুধু যে দক্ষিণী সিনেমার আইকন, তা নয়; তিনি সৌন্দর্য, প্রতিভা এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছেন। তবে তার প্রতি এই ধরনের উদাহরণ ব্যবহার করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।
বায়ান্ন/এএস/একে